প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০১:৫২
বাবুরহাটে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন. জামিউল হিকমা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ কীটনাশক, বীজ, আগাছা নাশক, সোডিয়াম পার কার্বনেট, দস্তা সারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল জব্দ করা হয়। এ সময় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট চল্লিশ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন তপন দাস, উপজেলা কৃষি অফিসার, চাঁদপুর সদর চাঁদপুর। সঙ্গীয় ফোর্স হিসেবে চাঁদপুর মডেল থানা পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করে।








