প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ২১:৩০
বাবুরহাটে ফ্ল্যাট বাসায় চুরি
সিসি ক্যামেরায় ধরা পড়লো চোর

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে এক ফ্ল্যাট বাসায় ঘটে গেলো চাঞ্চল্যকর চুরির ঘটনা। আর সেই চুরি ধরা পড়লো সিসি ক্যামেরার চোখে!
|আরো খবর
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা প্রায় ৭টার দিকে বাবুরহাট এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ সংলগ্ন এক বিল্ডিংয়ের চতুর্থ তলায় এ চুরির ঘটনা ঘটে।
নিজের ভাড়া বাসায় ফিরছিলেন শাবনুর বেগম। বাসায় প্রবেশ করে দেখেন দরজার তালা ভাঙ্গা। মুহূর্তেই বুঝে যান কিছু একটা ঘটেছে।
পাশের ফ্ল্যাটের লোকজনকে নিয়ে ভেতরে ঢুকে দেখেন দুই ভরি ওজনের স্বর্ণের চেইন, দুটি আট আনা ওজনের স্বর্ণের বালা, নগদ বিশ হাজার টাকা ও দুটি স্মার্টফোন নেই।
এরপর তিনি চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে দু যুবকের মুখ। চোরও শনাক্ত হয়।
পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারে, এই চুরির সঙ্গে জড়িত শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রিমন ও কাশেম পাটোয়ারীর ছেলে আরাফ উদ্দিন।
চাঁদপুর নতুন বাজার ফাঁড়ির এসআই মামুনের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বাবুরহাট এলাকা থেকে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে ।
পুলিশ জানায়, সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজের সঙ্গে এই দুই যুবকের চেহারার মিল পাওয়া গেছে।