মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩২

কচুয়ায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান অব্যাহত, জনমনে স্বস্তি

মো. নাছির উদ্দিন
কচুয়ায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান অব্যাহত, জনমনে স্বস্তি

কচুয়া উপজেলায় জনজীবনে স্বস্তি ফেরাতে এবং তীব্র যানজটজনিত দুর্ভোগ কমাতে রহিমানগর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী । এর আগে সোমবার কচুয়া বিশ্বরোড এলাকায় একইভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্ছেদ অভিযানে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন দোকানের সামনের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হচ্ছে। স্থানীয় সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, এ অভিযানের ফলে রহিমানগর বাজারে যানজটের দুর্ভোগ কমবে এবং জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করি।

উচ্ছেদ অভিযান পরিচালনাকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, জনজীবনে স্বস্তি ফেরাতে অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। দখলমুক্ত করে যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হবে। যতদিন প্রয়োজন এ অভিযান অব্যাহত রাখা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়