প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৮
হাজীগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট ও উচ্ছেদ অভিযান
৭ দোকানের ২২ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জ উপজেলায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে রাত আটটা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে হাজীগঞ্জ বাজার এলাকায় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট ও উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে রাস্তা দখল করে দোকান প্রতিষ্ঠা করার বিরুদ্ধে ৭জন দোকানদারের বিরুদ্ধে মামলা করে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
|আরো খবর
চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।








