প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৬:৫৭
মেয়াদোত্তীর্ণ ওষুধ-খাবার বিক্রি, দু ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর ও শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেকারিতে খাবার বিক্রির অপরাধে দু ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
|আরো খবর
বুধবার (৩০ জুলাই ২০২৫) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, বুধবার দুপুরে সদরের রামপুর ইউনিয়নের ছোট সুন্দর ও শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্যে সংরক্ষণ করায় শাহতলী বাজারের মা মেডিকেল হল মালিককে ২ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে ছোট সুন্দর বাজারের আনন্দ বেকারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।