রবিবার, ১৬ মার্চ, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ২১:০৬

জেলার যে কোনো স্থানে শিক্ষকদের প্রয়োজন আমাকে পাশে পাবেন : শেখ ফরিদ আহমেদ মানিক

ছাত্র-ছাত্রীরা বই না পাওয়ার জন্যে দায়ী সমন্বয়করা

------- অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
ছাত্র-ছাত্রীরা বই না পাওয়ার জন্যে দায়ী সমন্বয়করা
শিক্ষক কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভায় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। ছবি- ইয়াসিন ইকরাম।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত বর্ধিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সমন্বয়কারীদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগ ঢুকে পড়েছে। তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। সমন্বয়করা বিভিন্নজনের কাছ থেকে চাঁদা নিচ্ছে। বিএনপি চাঁদাবাজিতে নেই। কেউ চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তার নিস্তার নেই। হাই কমান্ড থেকে তৃণমূল সব জায়গায় নজরদারি চলছে। বিএনপি জনগণের দল। শিক্ষকদের অনেকে ফ্যাসিস্টদের সাথে জড়িত ছিলেন। এখন বিরত হন, সঠিক পথে চলে আসুন। তিনি আরো বলেন, বসুন্ধরা গ্রুপ কিংস গ্রুপকে অর্থ দিয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীরা বই পাচ্ছে না এজন্যে দায়ী সমন্বয়করা। একজন সমন্বয়ক ৪০০ কোটি টাকা চাঁদাবাজি করেছে। দেশে এখন গভীর ষড়যন্ত্র চলছে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তাঁর বক্তব্য বলেন, এখানে উপস্থিত শিক্ষকরা হচ্ছেন জাতির কারিগর। আপনারা সকলেই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ছিলেন। ফ্যাসিবাদের আন্দোলনে যে শিক্ষা হয়েছে, সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। চাঁদপুর জেলার যে কোনো স্থানে শিক্ষকদের প্রয়োজন আমাকে পাশে পাবেন।

অধ্যাপক সাইফুল ইসলাম খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য ফাতেমা খানম হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি শুক্কুর পাটোয়ারী, ডাক্তার শামীম আহমেদ, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নুরুল আলম বুলু, আজিজ ফারুক বাবু, চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক অধ্যাপক শাহ আলম, চাঁদপুর সদর শাখার সভাপতি মো. সাইফুল্লাহ, শাহজাহান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবিএম শাহ আলম টিপু, শিক্ষক মকবুল হোসেন, শাহরাস্তি উপজেলার অধ্যাপক বেলাল হোসেন, আবু সাঈদ, হাজীগঞ্জ উপজেলার ইউনুস মিয়া, বিল্লাল হোসেন, মোস্তাফিজুর রহমান, ফরিদগঞ্জ উপজেলার আলী আহমেদ, শাহজাহান মাস্টার, জসিম উদ্দিন, মতলবের জাহাঙ্গীর হোসেন, কচুয়ার অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়