প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ২১:০৬
জেলার যে কোনো স্থানে শিক্ষকদের প্রয়োজন আমাকে পাশে পাবেন : শেখ ফরিদ আহমেদ মানিক
ছাত্র-ছাত্রীরা বই না পাওয়ার জন্যে দায়ী সমন্বয়করা
------- অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত বর্ধিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
|আরো খবর
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তাঁর বক্তব্য বলেন, এখানে উপস্থিত শিক্ষকরা হচ্ছেন জাতির কারিগর। আপনারা সকলেই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ছিলেন। ফ্যাসিবাদের আন্দোলনে যে শিক্ষা হয়েছে, সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। চাঁদপুর জেলার যে কোনো স্থানে শিক্ষকদের প্রয়োজন আমাকে পাশে পাবেন।
অধ্যাপক সাইফুল ইসলাম খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য ফাতেমা খানম হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি শুক্কুর পাটোয়ারী, ডাক্তার শামীম আহমেদ, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নুরুল আলম বুলু, আজিজ ফারুক বাবু, চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক অধ্যাপক শাহ আলম, চাঁদপুর সদর শাখার সভাপতি মো. সাইফুল্লাহ, শাহজাহান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবিএম শাহ আলম টিপু, শিক্ষক মকবুল হোসেন, শাহরাস্তি উপজেলার অধ্যাপক বেলাল হোসেন, আবু সাঈদ, হাজীগঞ্জ উপজেলার ইউনুস মিয়া, বিল্লাল হোসেন, মোস্তাফিজুর রহমান, ফরিদগঞ্জ উপজেলার আলী আহমেদ, শাহজাহান মাস্টার, জসিম উদ্দিন, মতলবের জাহাঙ্গীর হোসেন, কচুয়ার অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ ।