বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০১:২৭

‘জুলাই অভ্যুত্থান’ মামলা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপন নাকি নতুন ষড়যন্ত্র?

এডিসি রাশেদুল ইসলাম নিখোঁজ

মো. জাকির হোসেন
এডিসি রাশেদুল ইসলাম নিখোঁজ
ছবি : সংগৃহীত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাশেদুল ইসলাম গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুর ২টার দিকে বরিশাল নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তার সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এডিসি রাশেদুল ইসলামের অনুপস্থিতির বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, বরিশাল মহানগরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে ঢাকার রামপুরা এলাকায় একটি অভ্যুত্থানকালে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলায় এডিসি রাশেদুল ইসলামকে আসামি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি বরিশাল থেকে পালিয়ে গেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন।

এডিসি রাশেদুল ইসলামের নিখোঁজ হওয়ার ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার অনুপস্থিতিতে ট্রাফিক বিভাগের কার্যক্রমে প্রভাব পড়তে পারে। পুলিশ বিভাগ তার অবস্থান শনাক্ত করতে এবং বিষয়টি তদন্ত করতে পদক্ষেপ গ্রহণ করছে।

এদিকে, ঢাকার রামপুরা এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এডিসি রাশেদুল ইসলামের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে তার আচরণ এবং নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ বিভাগের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সাধারণ জনগণ এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে এডিসি রাশেদুল ইসলামের অবস্থান সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। পুলিশ বিভাগ দ্রুততার সঙ্গে এই বিষয়টির সমাধান করবে বলে আশা করা হচ্ছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়