রবিবার, ০৯ মার্চ, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ২১:১৩

মতলব উত্তরে সীমানা বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা!

থানায় দু পক্ষের অভিযোগ

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে সীমানা বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা!
মতলব উত্তরে সীমানা নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কার স্থান।

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের সেকান্তর হোসেন মোল্লা ও সাইফুল ইসলাম গাজীর মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ আশংকা থেকে উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে। মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের সেকান্তর হোসেন মোল্লার সাথে প্রতিবেশী সাইফুল ইসলাম গাজীর এই বিরোধ। সেকান্তর মোল্লা তার মালিকানাধীন বসতবাড়ির সীমানার পিলার উঠিয়ে সীমানা অতিক্রম করে জায়গা জবরদখলের জন্যে বিভিন্নভাবে অপচেষ্টা করে আসছে বলে থানায় অভিযোগ করেন সাইফুল ইসলাম গাজী।

জানা যায়, সেকান্তর হোসেন মোল্লার সাথে প্রতিবেশী সাইফুল ইসলাম গাজীর সীমানা। সেকান্তর মোল্লার অভিযোগ, সাইফুল ইসলাম গাজীকে বহুবার নিষেধ করলেও তার তোয়াক্কা না করে বেপরোয়া আচরণ ও হুমকি-ধমকি এমনকি লাঠিসোটা নিয়ে তাকে মারধর করতে উদ্ধত হয়। স্থানীয়ভাবে বহুবার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় জায়গা পরিমাপ করে সীমানায় খুঁটি পিলার দিলেও সাইফুল ইসলাম গাজী প্রথমত মেনে নেয়। পরবর্তীতে দু-একদিন পর পুনরায় সীমানা পিলার উঠিয়ে ফেলে পরিমাপ না মেনে এ ধরনের আচরণ করে আসছে। একপর্যায় সর্বশেষ গত ১ মার্চ সকল জায়গা সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে সীমানায় পিলার পুঁতে দেয়।

সাইফুল ইসলাম গাজী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত ও পরিমাপ প্রথমে মেনে নিলেও পরবর্তীতে সীমানার পিলার উঠিয়ে ফেলে দেয়। আমাদেরকেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উচ্চস্বরে অকথ্য ভাষায় গালমন্দ করে আমার জায়গা জবরদখলের চেষ্টা করে। এ বিষয়ে প্রতিবাদ করলে সাইফুল ইসলাম গাজীসহ তার পরিবারের লোকজন লাঠিসোটা নিয়া বৃদ্ধ সেকান্তর হোসেন মোল্লার সাথে মারমুখী আচরণ করে এবং বিভিন্ন হুমকি ধমকি দেয়। সাইফুল ইসলাম গাজীর কর্মকাণ্ডে যদি কোনো বাধা প্রতিবাদ করলে তাদের দ্বারা মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষসহ শান্তিভঙ্গের আশংকা রয়েছে বলে অভিযোগ করেন সেকান্তর হোসেন মোল্লা। সমাজসেবক শাখাওয়াত হোসেন গাজী বলেন, দুপক্ষের সীমানা নিয়ে যে বিরোধ চলছে তা অচিরেই সমাধান করে দেয়া হবে।

সাইফুল ইসলাম গাজী বলেন, জমির সীমানা নিয়ে বিরোধ মীমাংসা চেয়ে আমি থানায় অভিযোগ করেছি। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, উভয় পক্ষের অভিযোগ আমলে নিয়ে স্থানীয় সালিসদের মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়