রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৩

অপারেশন ‘ডেভিল হান্ট’: পোরশায় আওয়ামী লীগ নেতা ও প্রধান শিক্ষক গ্রেফতার

নিয়োগ বাণিজ্যের মাস্টারমাইন্ড গ্রেপ্তার

মো. জাকির হোসেন
নিয়োগ বাণিজ্যের মাস্টারমাইন্ড গ্রেপ্তার
প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বুলবুল(ছবি সংগৃহীত)

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে শিক্ষক নির্যাতনকারী ও নিয়োগ বাণিজ্যের হোতা প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বুলবুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাতের অভিযানে আমদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম বুলবুলকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা।

নাশকতা মামলায় গ্রেফতার

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ শাসনামলে পোরশায় বিএনপির পার্টি অফিস আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটিতে অজ্ঞাত দেড়শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

নিয়োগ বাণিজ্যের ‘মাস্টারমাইন্ড’

স্থানীয় একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আশীর্বাদে শরিফুল ইসলাম শিক্ষকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় অঙ্কের অর্থ নেয়া ছাড়াও, বিএড স্কেল বা উচ্চতর স্কেল পাইয়ে দেওয়ার নাম করে ৪০ থেকে ৬০ হাজার টাকা ঘুষ নিতেন তিনি।

একাধিক শিক্ষক জানান, শরিফুল ইসলাম টাকা নেওয়ার পরও মাসের পর মাস ঘুরিয়েছেন এবং প্রতিশ্রুতি পূরণ করেননি।

পুলিশের বক্তব্য

ওসি শাহীন রেজা বলেন, “নাশকতা মামলায় বুলবুল মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

পোরশায় শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়