সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২১

ডিএমপির দুই সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসান সাময়িক বরখাস্ত

বিশেষ সংবাদদাতা
ডিএমপির দুই সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসান সাময়িক বরখাস্ত
বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান বরখাস্ত । ছবি:সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়, যেখানে সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসান যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২ (চ) বিধি অনুযায়ী তাদেরকে ওই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে বিপ্লব কুমার সরকারকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসানকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ডিএমপি ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া, কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুই শতাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার মধ্যে উল্লেখিত কর্মকর্তারাও অন্তর্ভুক্ত।

সংশ্লিষ্ট সূত্র মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়