শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওন ও সোহানা সাবাকে আটক, জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি

"শাওন ও সোহানা সাবাকে কেন ধরা হলো, কেনই বা মুক্তি?"

মো. জাকির হোসেন
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিনোদন জগতের দুই সুপরিচিত মুখ, অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবা, সম্প্রতি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় মুক্তি পেয়েছেন। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত একটি সভায় সরাসরি এবং ভার্চুয়ালি উপস্থিত ব্যক্তিদের মধ্যে শাওনের নাম উঠে আসে, যার পর থেকে তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন। এরপর, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ধানমন্ডির বাসা থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

একইদিন সন্ধ্যায়, জামালপুরের নরুন্দি রেলওয়ে সংলগ্ন শাওনের বাড়িতে স্থানীয় ছাত্র-জনতা আগুন দেয়। অপরদিকে, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, মেহের আফরোজ শাওন বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত। অন্যদিকে, সোহানা সাবা একজন অভিনেত্রী ও মডেল, যিনি ছোট ও বড় পর্দায় অভিনয় করে থাকেন।

এই ঘটনাটি দেশের বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করেছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে, জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়