প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:১৪
মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
মতলব উত্তর উপজেলায় সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামি মোহাম্মদ রাসেল মিয়া(৪০)সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) রাতে উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে রাসেলকে ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রাম থেকে শাহাজালাল দেওয়ানের মেয়ে ২ বছর সাজাপ্রাপ্ত শামসুন্নাহার (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। এ উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে রাসেল ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার পলাতক আসামি ।
|আরো খবর
থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিরের দিকনির্দেশনায় ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হকের তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত অভিযানে রাসেলকে গ্রেফতার করেন। থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ একাই পৃথক অভিযানে ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রাম থেকে শাহাজালাল দেওয়ানের মেয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত শামসুন্নাহার (৩০)কে গ্রেপ্তার করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে। আসামি রাসেলকে ৫ বছরের সাজা পরোয়ানামূলে এবং অন্য আসামি শামসুন্নাহারকে ২ বছরের সাজা পরোয়ানামূলে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।