শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:১৯

বিমানবন্দরে আটক নিপুণ, লন্ডন যাত্রা বাতিল!

রহস্যের জালে আচ্ছন্ন ঘটনা

মো. জাকির হোসেন
রহস্যের জালে আচ্ছন্ন ঘটনা
ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার কথা ছিল।

ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূর ই বাহার জানান, বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার আপত্তির ভিত্তিতে নিপুণের যাত্রা বাতিল করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। তবে গোয়েন্দা সংস্থার আপত্তির সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

নিপুণ আক্তার আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং দলটির বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২০২২ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৪-২৬ সালের নির্বাচনে তিনি পরাজিত হন এবং পরবর্তীতে আদালতে গেলেও দায়িত্ব ফিরে পাননি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিপুণ আক্তার ঢাকায় ফিরে গেছেন। এ বিষয়ে তার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়