মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২১

ফরিদগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর ২০২৪) রাতে উপজেলার প্রত্যাশী এলাকা থেকে তাকে আটক করার পর সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঐ শিক্ষার্থী বর্তমানে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসার ৯ম শ্রেণির ঐ মাদ্রাসা শিক্ষার্থীর সাথে মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক ছিলো। গত শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) রাতে ঐ শিক্ষার্থী পালিয়ে প্রেমিক মেহেদীর এলাকায় চলে যায় । আলমগীর নামে এক সহযোগীর সহায়তায় মেহেদী তার প্রেমিকা শিক্ষার্থীকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নির্জন স্থানে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে এবং ঐ শিক্ষার্থীকে রাস্তায় একা ফেলে রেখে মেহেদী ও তার সহযোগী আলমগীর পালিয়ে যায়। পরে শোভান এলাকার স্থানীয় এক দোকানদার গভীর রাতে শিক্ষার্থীকে রাস্তায় একা দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ঐ শিক্ষাথী হঠাৎ আলমগীরকে পালিয়ে যেতে দেখে নাম ধরে তাকে ডাক দেয়। এক পর্যায়ে স্থানীয়রা আলমগীরের সহায়তায় মেহেদীকে চিহ্নিত করে এবং ঐ শিক্ষার্থীকে তার পিতার হেফাজতে দেয়। পরদিন সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে ঐ শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মেহেদীকে প্রধান আসামী করে দুই জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা (নং-১৯, তাং-২৩.১২.২০২৪, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোঃ ২০০৩-এর ৯(০১)/৩০) দায়ের করেন। পুলিশ অভিযুক্ত মেহেদী হাসান (১৭) কে রোববার (২২ ডিসেম্বর ২০২৪) রাতে উপজেলার প্রত্যাশী এলাকা থেকে আটক করে সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, এ সংক্রান্তে মামলা দায়ের ও অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়