বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪৮

প্রেমে ব্যর্থতায় দু কিশোরের আত্মহত্যা

ফরিদগঞ্জ ব্যুরো
প্রেমে ব্যর্থতায় দু কিশোরের আত্মহত্যা

ফরিদগঞ্জে আবুল ওসমান (১৭) ও ফাহিম (১৬) নামে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আবুল ওসমান ওই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। ফাহিম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শনিবার (৯ নভেম্বর) সকালে দুজনেরই মরদেহ ময়না তদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সৈকত মোল্লা জানান, আবুল ওসমান স্থানীয় একটি কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় পাস করেছে। সে সম্প্রতি মুঠোফোনের মাধ্যমে বরিশালের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করে। শুক্রবার বিকেলে পরিবারের সবাই মিলে তারা এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যায়। সেখান থেকে আবুল ওসমান সবার আগে বাড়িতে চলে আসে। রাতে তার বাবা বাড়িতে এসে দেখেন, সে ঘরের আড়ার সাথে ফাঁস দেয়াবস্থায় ঝুলে আছে। পরে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।

ওই ইউপি সদস্য আরো জানান, ফাহিম নামের কিশোরটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়তো। গত কয়েক মাস আগে সে পড়াশোনা ছেড়ে দিয়ে একটি বিস্কুট ফ্যাক্টরীতে কাজ শুরু করে। সেও একটি মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে পরিবারের লোকজনকে বিয়ের জন্যে চাপ প্রয়োগ করে। প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তার পরিবারের লোকজন তাকে বিয়ে দিতে রাজি হয়নি। সে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কীটনাশক পান করলে পরিবারের লোকজন টের পেয়ে তাকে স্থানীয়দের সহায়তায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অপ্রাপ্ত বয়স্ক এই দুই কিশোরের প্রেম সংক্রান্ত কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পারিবারিক ভাবে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়