শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৯:৫০

মেঘনায় ইলিশ শিকারে আরো ১০ জেলে আটক

স্টাফ রিপোর্টার
মেঘনায় ইলিশ শিকারে আরো ১০ জেলে আটক

চাঁদপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে গ্রেপ্তার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ৬ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (৩১) অক্টোবর সকাল ৮টা পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় আটক ৬ জেলেকে নিয়ে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসান। তিনি বলেন, অভিযানের সময় জেলেদের হেফাজতে থাকা ২২ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন : মো. নাছির (৩৫), সাইফুল ইসলাম (২৩), সিহাব (২০), কবির হোসেন (৩৮), সাইফুল (২৮) ও রাসেল বেপারী (১৯)। নিয়মিত মামলার আসামীরা হলেন : মো. লিটন (৩০), মনির হোসেন (২৩), মানিক (২৮) ও মো. জামাল (৪০)। এসব জেলের বাড়ি চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামে। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম. ইকবাল বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৭টা পর্যন্ত চাঁদপুর থেকে মতলব উত্তর উপজেলার এখলাছপুর পর্যন্ত মেঘনায় জেলা ও উপজেলা টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ জেলেকে ইলিশ শিকারের সময় হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, অভিযানের শুরু থেকে আমরা জেলেদের ইলিশ শিকার থেকে বিরত থাকার জন্যে তাদের খুব কাছে গিয়ে বুঝিয়েছি। এরপরেও আইন অমান্য করে যেসব জেলে নদীতে নেমেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমরা কাউকে বিন্দু মাত্র ছাড় দেইনি। পদ্মা-মেঘনায় ইলিশের নিরাপদ প্রজননকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়