প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ২১:১০
মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন
ড্রেজার-বাল্কহেড ও স্পিডবোটে নগদ অর্থসহ ৪৩ জন আটক
চাঁদপুর মতলব উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান চালিয়ে ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোট জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৪৩ জনকে আটক করা হয়েছে।শনিবার (৬ জুলাই ) দুপুরে মতলব উত্তরের নাসিরাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
|আরো খবর
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ বালু উত্তোলনের খবর পেলে শনিবার (৬ জুলাই ) দুপুরে মতলব উত্তরের নাসিরাকান্দি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা সঙ্গে নিয়ে কোস্টগার্ড ও নৌ- পুলিশ যৌথ বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১৫ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা, ১০টি ড্রেজার, ১টি বাল্কহেড ও ২ টি স্পিডবোট সহ ৪৩ ব্যক্তিকে আটক করি। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ড্রেজার ও বাল্কহেড ও স্পিডবোট মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন,অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৪৩ জনকে আটক করা হয়েছে।১০টি ড্রেজার, ১টি বাল্কহেড ও ২ টি স্পিডবোট আটক করা হয়েছে। এগুলো বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।সহকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে।এ অভিযান অব্যাহত থাকবে।