সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ জুন ২০২৪, ২২:২৩

ফরিদগঞ্জে জায়গা দখল ও গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই ছেলেকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে জায়গা দখল ও গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই ছেলেকে পিটিয়ে জখম

ওয়াপদার খাল দখল করে ভরাট, কৃষিজমির পানি নিস্কাশনে বাঁধা ও অন্যের জায়গা জোরপূর্বক দখল করে গাছ কেটে বাউন্ডারি দেয়াল নির্মাণের প্রতিবাদ করায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মা রানু বেগম (৪৫) ও তার দুই ছেলে রাহাত ১৮ ও রাসেল(২২)কে আহত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার ২১ জুন দুপুরে ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া গ্রামের কাদির মিজি বাড়ির লাগা রাঢ়ি বাড়িতে।

এই ঘটনায় প্রতিবেশী এক নারী উদ্ধারে এগিয়ে আসলে খুকি বেগমকেও মারধর করা হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে রাহাতের অবস্থা অসংখ্যজনক। তার মাথায় একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।

আগত সবাই চরদুখিয়া,রাঢ়ি বাড়ির পিতা মাসুদ রাঢ়ির স্ত্রী ও সন্তান।

মাসুদ রাঢ়ি জানান,হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। জোহর নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন।

ঘটনা সম্পর্কে বলেন, প্রতিবেশী নজির মিজি সম্পর্কে তার কাকা হয়। তাদের বাড়ির বাগানের কিছু জায়গা নজির মিজি তার ভাতিজাদের প্রভাবে জোরপূর্বক ভোগ দখল করে আসছে।সেই জায়গার গাছগুলো কেটে এবং পাশের ওয়াপদার সরকারি খাল ভরাট করে দেওয়াল নির্মাণ করে। ওই খাল ভরত করার কারণে আশেপাশের কৃষি জমি নামতে পারবেনা এবং বাড়িতে পানি উঠে যাবে। এসব বিষয়ে কথা বলায় প্রতিবাদ করায় আমার ও পরিবারের সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে নজির মিজি ও তার ভাতিজা রহমান, আওয়াল ,আমিন ও মিজান মিজি লাঠি সোটা, স্টিলের পাইপ ও ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে আমার স্ত্রী ও দুই ছেলেকে আহত করেছে। এমনকি প্রতিবেশী বিল্লাল পাটোয়ারীর স্ত্রী খুকি বেগম রক্ষা করতে আসলে তাকেও মারধর করা হয়।

আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।এই ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে যাব এবং ন্যায়বিচার চাইব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়