শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ১৭:৪৪

চাঁদপুরে আইন অমান্য করে ইলিশ নিধন

কোস্টগার্ডের ধাওয়ায় গুরুতর জখম জেলে

মিজানুর রহমান,
কোস্টগার্ডের ধাওয়ায় গুরুতর জখম জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভয়াশ্রম ঘোষণা করা সত্ত্বেও জেলেরা সরকারি বিধি নির্দেশনা না মেনে নদীতে মাছ শিকার করছে। আইন অমান্য করে ইলিশ নিধন করার সময় চাঁদপুর কোস্টগার্ডের ধাওয়া খেয়ে নৌকা থেকে পড়ে পাখার আঘাতে সবুজ (৩৫) নামের এক জেলের পা কেটে গেছে ও শরীরে গুরুতর জখম হয়েছে।

গুরুতর জখম অবস্থায় কোস্টগার্ডের সদস্যরা আহত জেলে সবুজকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার রাত বারোটায় চাঁদপুর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহত জেলে সবুজ সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের সোলেমান গাজীর ছেলে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

ওই রাতে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ড শাহরাস্তি অ্যাসিলেন্ডকে সাথে নিয়ে নদীতে অভিযান চালায়। পরে এসিল্যান্ডের নির্দেশে কোস্টগার্ড-জেলে নৌকা ধাওয়া করলে ধরা পরার ভয়ে নৌকা থেকে ওই জেলে নদীতে ঝাঁপ দেয়।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, জেলে সবুজের একটি পা কেটে গেছে ও শরীরের পেছনে বাহুতে জেলে নৌকার পাখার সাথে লেগে গুরুতর জখম হয়েছে। তার ব্যাপক রক্তক্ষরণ হলে সে অজ্ঞান হয়ে পড়ে। তার অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ, জানান, শাহরাস্তি উপজেলার অ্যাসিল্যান্ডকে সাথে নিয়ে আমরা টাস্কফোর্সের অভিযান করেছি। নৌকা থেকে পড়ে গিয়ে জেলে আহত হয়েছে। নদী থেকে আহত জেলেকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়