রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১১ জুন ২০২৪, ২১:৪৭

চাঁদপুরে স্ত্রীকে যৌতুক ও মারধরের অভিযোগে স্বামীর কারাদণ্ড

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুরে স্ত্রীকে যৌতুক ও মারধরের অভিযোগে স্বামীর কারাদণ্ড

ফরিদগঞ্জে স্ত্রী সাজুদা বেগমকে যৌতুকের দাবিতে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে দা দিয়ে হাতে, রানে, ঘাড়ে ও শরীরের অন্যান্য স্থানে কোপ দিয়ে রক্তাক্ত জখম করার অপরাধে স্বামী কবির হোসেন জমাদারকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুর নারী ও শিশু আদালত। হোসেন কবিরের বাবার নাম অলি উল্যা জমাদার। তার বাড়ি ফরিদগঞ্জের মিরপুরে।

১০ জুন সোমবার বিকেলে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ আবদুল হান্নান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিলো।

মামলার বাদী হায়দার আলী তার এজাহারে উল্লেখ করেন, ১২ বছর পূর্বে তার মেয়ে সাজুদার সাথে আসামী কবিরের হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়েকে ঠিকমতো ভরণ-পোষণ দিতো না। ২০১৪ সালের ১৩ আগস্ট সকাল ১০টার সময় আসামী তার মেয়ের কাছে ২৫ হাজার টাকা যৌতুকের দাবিতে মারধর করে এবং দা দিয়ে হত্যার উদ্দেশ্যে হাত, রানসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। মেয়েকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপতালে এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্যে নিয়ে যান। প্রথমে মামলাটি ১১ (খ) ধারায় রুজু হলেও পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকতা এসআই ওমর ফারুক আসামী কবিরের বিরুদ্ধে ২০১৪ সালে ১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১১ (ক) ধারায় দাখিল করেন।

এপিপি খোরশেদ আলম শাওন এ প্রতিবেদককে জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। আদালত সঠিক রায় দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়