শাহরাস্তিতে পিকআপ ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত
শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এছাড়া ৩জন গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে কালিয়াপাড়া-কচুয়া সড়কের কালিয়াপাড়া বশির উল্লাহ মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পৌনে আটটার দিকে কালিয়াপাড়ামুখী সিএনজি অটোরিকশা পিকআপ ভ্যানটিকে অতিক্রম করে সামনে থাকা একটি ভ্যান দেখতে পেয়ে হঠাৎ করেই গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়, আর তখন পিছনে থাকা পিকআপ ভ্যানটি তাদের উপরে আছড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই হোসেনপুর এলাকার কাঁচামাল বিক্রেতা আবুল কাশেম প্রাণ হারান। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে হোসেনপুর এলাকার কৃষক আব্দুর রব মারা যান। এ ঘটনায় আহতরা হলেন : কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের আঃ রশিদ, মাসনিগাছা গ্রামের আশেক আলীর ছেলে মিলন হোসেন, আহত অপর একজনের পরিচয় জানা যায়নি। শাহারাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, আহতরা আশঙ্কা মুক্ত নন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। নিহতদের স্বজনদের আর্তনাদে হাসপাতালে পরিবেশ ভারি হয়ে ওঠে।