প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১৬:৪১
কোস্টগার্ডের অভিযানে
চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার হতে ১৪ কেজি গাঁজাসহ আটক ২
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার হতে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
|আরো খবর
রবিবার ২৪ মার্চ দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এইদিন সকালে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে মেঘনা- ডাকাতিয়া নদীর মোহনা থেকে আলু বাজার ফেরিঘাট গামী একতা পরিবহন নামক একটি যাত্রীবাহী ট্রলারে থাকা দুইজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ মোঃ শাহাদাদ শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯) নামক দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিদ্বয় গোপালগঞ্জ জেলার মোখসেদপুর থানাধীন দিগনগর চন্দ্র খোলা এবং কানোরিয়া গ্রামের মোশারফ শেখ ও রতন শেখ এর ছেলে।
তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারিরা মাদক পাচারের রুট পরিবর্তন করে নদী পথে ট্রলারে গাঁজা পাচার করছে। ইতিমধ্যে পাচারকালে কয়েকটি চালানও ধরা পড়ে।কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান চাঁদপুর হয়ে শরিয়তপুরসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছে।