প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১৯:০৪
মতলব উত্তরের সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬
মতলব উত্তর উপজেলা ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সিপাই কান্দি গ্রামে মেঘনা ধনাগোদা সড়কের সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের নবুরকান্দি গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে নুর ইসলাম প্রধান (৪৫)।
|আরো খবর
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মতলব বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। নিহত নুর ইসলাম সৌদি আরবের প্রবাসী ছিলেন। গত এক মাস আগে বাড়িতে আসেন। নিহত নুর ইসলামের সিফাত (১২), সিয়াম (৮) দুই ছেলে ও নুড়ি নামের তিনমাসের এক কন্যা সন্তান রয়েছে।
দুপুর আড়াইটার দিকে মতলব থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-চ-১২১২০০ সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান নুর ইসলাম। আহত বাকী ৬ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা প্রদান শেষ ঢাকা উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার এসআই জাহিদুল হক এবং মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ঘটনাস্থল পরিদর্শন করে জাহিদুল ইসলাম জানান নিহত নুর ইসলামের লাশ ময়না তদন্ত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য যে নিহত নুর ইসলামের মা নুর জাহান গত দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
মতলব উত্তর উপজেলার এই স্থানটি একটি দুর্ঘটনা প্রবন স্থান। গত কয়েক মাসে বেশ কয়েকটি দুর্ঘটনা একই জায়গা সংঘটিত হয়েছে। এই জায়গাটিতে খুব দ্রুত স্পিড ব্রেকার কিংবা দুর্ঘটনা রোধ করার জন্য যে কোন পদক্ষেপ নেযা অতীব জরুরি হয়ে পড়েছে।