শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৬

ঠুনকো ঘটনায় তিন সন্তানের জনককে পিটিয়ে হত্যা!

কামরুজ্জামান টুটুল
ঠুনকো ঘটনায় তিন সন্তানের জনককে পিটিয়ে হত্যা!

ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে টুনকো ঘটনায় ১৫/২০ জনের একটি দল একত্রিত ইমন (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। শুক্রবার মাগরিব নামাজ চলাকালীন সময়ে হামলার ঘটনা ঘটে। এর পরে ইমনকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনাটি ঘটে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের জনতা বাজারে। ইমন স্থানীয় লোধপাড়া কবিরাজ বাড়ির হারুনুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার জনতা বাজার মসজিদে মাগরিবের নামাজের সময় হট্টোগোল শুনি। নামাজ শেষে শুনি ইমনকে একদল যুবক ব্যাপকভাবে প্রহার করে চলে গেছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য কালা মানিক ও বর্তমান ইউপি সদস্য দুলাল তালুকদার জানান, বাজারর একটি চো-দোকানের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, তিনটি সিএনজি চালিত স্কুটারে করে ১৫/২০ জনের এক দল দেশীয় কাঠের ধামাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে জনতা বাজরে প্রবেশ করে। এ সময় ইমন (হত্যার শিকার) কামরুলের ফার্নিচারের দোকানে সামনে দ্বাড়িয়ে কথা বলছিলেন। তাৎক্ষনিক ইমন বিষযটি বুঝতে পেরে দৌড় দিয়ে বাজারের পাশে বকাউল বাড়ির দিকে দৌড় দেয়। পিছনে দিয়ে দলটি ইমনকে দৌড়ে গিয়ে বাগানের ভিতরে পিটিয়ে মারাত্বক আহত করে দলটি পালিয়ে যায়। এর পরেই ইমনকে স্থানীয় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দাযিত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সাবেক ইউপি সদস্য কালা মানিক আরো জানান, সন্ধ্যার দিকে রাজারগাঁওের তারেক আমাকে ফোন করে নানান কথা বলে পরে দেখি সে নিজে কিলিং মিশনে রাসেলসহ একটি দল অংশ নেয়।

স্থানীয় দুলাল, জুবায়েরসহ ভন্যরা জানান, ব্যাটারি চালিত একটি অটোরিক্সা নিয়ে বাচ্চু মিয়ার ছেলে সৈকত তালুকদারের সাথে রাজারগাঁও বাজারের লোকদের সাথে সমস্যা দেখা দেয়। গত কিছু দিন আগে সৈকতের সাথে বিরোধ দেখা দিলে ইমন তাতে হস্তক্ষেপের চেস্টা করে।

হত্যাকান্ডের শিকার ইমনের চাচাতো ভাই ফরহাদ জানান, ইমনের তিনটি সন্তান রয়েছে। কিছু দিন আগে তার দুটি সন্তান জন্ম নেয়। ইমন ভাই বার্নিশ মিস্ত্রি হিসেবে কাজ করতো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, গত ২১ ফেব্রূযারী রাতে পূর্ব রাজারগাঁওযে একটি মাহফিলে ইমনের সাথে কি নিযে জানি কিলিং মিশনটির সাথে কথা কাটকাটি হয়, সেই থেকেই তিক্ততা শুরু হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি, তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়