প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১৯:১১
চাঁদপুর জেলা পুলিশের মাসিক বুলেটিন "অঙ্গীকার" মোড়ক উন্মোচন

চাঁদপুর জেলা পুলিশের মাসিক বুলেটিন "অঙ্গীকার" বিশেষ সংখ্যা ডিসেম্বর ২০২৩ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
অঙ্গীকার এর প্রধান পৃষ্ঠপোষক চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা বিপিএম-বার, পিপিএম, সম্পাদকমন্ডলীর সভাপতি ও মুখ্য সম্পাদক চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এবং সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুখ্য সম্পাদক পুলিশ সুপার বলেন, চাঁদপুরের "অঙ্গীকার" ভাষ্কর্যের নামকরণে মাসিক বুলেটিন প্রকাশ করার দু'টি উদ্দেশ্য রয়েছে। প্রথমত চাঁদপুর জেলাকে অধিকতর নিরাপদ ও বাসযোগ্য করে তোলা আমাদের অঙ্গীকার এবং দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়ন করা আমাদের অঙ্গীকার।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত ডিআইজি ও নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,পিবিআই, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর
নুরে আলম সিদ্দীক , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) টরাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(রিভার) শ্রীমা চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।