বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১৯:৪৩

মতলবে যানবাহনে ৬ চালককে জরিমানা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে যানবাহনে ৬ চালককে জরিমানা

মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার।

৩ জুলাই সোমবার মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায় বিভিন্ন যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও মোটরসাইকেল চালকদের লাইসেন্স ও হেলমেট না থাকায় তাদেরকে জরিমানা করা হয়েছে। এ সময় মতলব দক্ষিণ থানা এসআই আজাদ ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং মোটরসাইকেল চালকদের লাইসেন্স ও হেলমেট না থাকায় এ জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়