বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ মে ২০২৩, ২০:৫৮

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

মোঃ মঈনুল ইসলাম কাজলঃ
শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে বেকু মালিকে মোবাইল কোটের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১০ মে বুধবার বিকেলে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ জরিমানা করেন।

জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের মাঠ থেকে মৃত রেজাউল করিমের ছেলে মোঃ রাশেদ বেকু দিয়ে কৃষি জমির মাটি কাটছিলেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১০-এর ১(৫) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রধান করেন।

সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী জানান, কৃষি জমির টপ সয়েল্ট কেটে নেয়ার জন্য এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ বিষয়ে অভিমান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়