বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ২১:০৪

মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ প্রতিষ্ঠানকে ২৪হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। শুক্রবার ৩১ মার্চ উপজেলার বেলতলি বাজারসহ বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত,ওজনে কারচুপি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে উপজেলার বেলতলি বাজারসহ বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্ট আইনের বিভিন্ন ধারায় ০৩ ব্যক্তি/প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহি উদ্দিন, ইউএনও'র সিএ আমিনুল ইসলাম । মতলব উত্তর থানা পুলিশের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদ উত্তীর্ণ পণ্য, ওজনে কারচুপি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না রাখতে সতর্ক করে দেওয়া হয়। কেউ সরকারের নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়