বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ২২:৩৬

হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে পচা খেঁজুর বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

পচা খেঁজুর বিক্রির দায়ে ফারুক হোসেন নামের এক ফল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে। একই আদালত এ সময় পচা খেজুর জব্দ করে। বৃহস্পতিবার ৩০ মার্চ বিকেলে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আদায় করে। ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।

আদালত সূত্র জানায়, হাজীগঞ্জ বাজারস্থ আমিন রোডে (থানা রোড) পাইকারি ফল বিক্রেতা মেসার্স সালমান সাইফ এন্টারপ্রাইজের প্রতিনিধি মোঃ ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী নগদ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী পরিদর্শক ও ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সামছুল ইসলাম রমিজসহ থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম চাঁদপুর কণ্ঠকে বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়