প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ২২:৩২
মতলব উত্তরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

মতলব উত্তর উপজেলার ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। ৩০ মার্চ বৃহস্পতিবার উপজেলার সুজাতপুর বাজারসহ বিভিন্ন পয়েন্টে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। ওজনে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে উপজেলার সুজাতপুর বাজারসহ বিভিন্ন পয়েন্টে পরিচালিত মোবাইল কোর্টে সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। থানা পুলিশের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
|আরো খবর