প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৩
২শ’ পিচ ইয়াবাসহ সাংবাদিক নামধারী ফাহিম শাহরিন কৌশিকের মোটরসাইকেল জব্দ
সাংবাদিক নামধারী মাদককারবারী ফাহিম শাহরিন কৌশিকের মোটরসাইকেল ধৃত করে তার সাথে থাকা হ্যান্ডব্যাগ থেকে ১শ’ ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪টায় সাংবাদিক নামধারী ফাহিম শাহরিন কৌশিক, তার সহযোগী ফরহাদ মৃধা ও হারুন শেখকে সাথে নিয়ে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুরবাজার সংলগ্ন কবিরাজ বাড়ির পাশে যায়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদেরকে ঘেরাও করার চেষ্টা করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে কৌশিক তার নিজস্ব একটি মোটরসাইকেল এবং মোটরসাইকেলে থাকা একটি হ্যান্ডব্যাগ এবং হারুন শেখকে রেখে ঘটনাস্থল থেকে ফরহাদসহ পালিয়ে যায়।
|আরো খবর
পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খানকে বিষয়টি অবহিত করলে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে এসে উত্তেজিত লোকজনকে নিবৃত করেন এবং ফেলে যাওয়া মোটরসাইকেল ও হ্যান্ডব্যাগটি ধরতে নিষেধ করেন। এ সময় ইউপি চেয়ারম্যান সেলিম খান চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদকে বিষয়টি অবহিত করেন। মডেল থানার উপ-পরিদর্শক জাকির হোসেন ও পুরাণবাজার ফাঁড়ির এএসআই আমীরুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে থানায় পাঠিয়ে দেয় এবং উপস্থিত সকলের সামনে মোটরসাইকেলে থাকা কৌশিকের হ্যান্ডব্যাগটি চেক করে তার ভেতর থেকে ১শ’ ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
ফাহিম শাহরিন কৌশিক পূর্ব জাফরাবাদ খান বাড়ির ফজলুল হক খানের ছেলে। অপরদিকে পশ্চিম শ্রীরামদি চালতা গাছ এলাকার মৃধা বাড়ির মৃত্যু ছলেমান মৃধার ছেলে ফরহাদ মৃধা। স্থানীয়রা জানান, এদের দুজনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক মামলা রয়েছে। এরা দুজন এর আগে মাদক মামলায় জেলও খেটেছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান বলেন, স্থানীয় লোকজন তাদেরকে ধৃত করলে একটি মোটরসাইকেল এবং একটি হ্যান্ডব্যাগ রেখে তিনজনের মধ্যে দু’জন পালিয়ে যায়। আমি ঘটনাস্থলে এসে লোকজনকে নিবৃত করি এবং মোটরসাইকেল ও একটি হ্যান্ডব্যাগ ধরতে নিষেধ করি। বিষয়টির তাৎক্ষণিক মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে এসআই জাকির ও এএসআই আমিরুলকে সঙ্গীয় ফোর্স নিয়ে পাঠান। এ সময় পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং উপস্থিত সকলের সামনে হ্যান্ডব্যাগটি খুলে তার ভেতরে থাকা ১শ’ ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
এ বিষয়ে উপ-পরিদশক জাকির হোসেন জানান, আমরা ঘটনাস্থলে এসে একটি মোটরসাইকেল ও একটি হ্যান্ডব্যাগ ও তার ভেতরে থাকা ১শ’ ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য শাহআলম মাঝি ও ফারুক মাঝি জানান, সাংবাদিক নামধারী কৌশিক ও তার সহযোগী ফরহাদ মৃধা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সংবাদ সংগ্রহের নামে কৌশিক ও তার সহযোগী ফরহাদ প্রায়ই আমাদের এলাকায় আসেন। সংবাদ সংগ্রহের আড়ালে মাদক ব্যবসার বিষয়টি এলাকার লোকজন আগে থেকেই জানতে পেরেছেন এ কারণে গতকাল তাদেরকে এলাকায় দেখামাত্র স্থানীয়রা ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
অপরদিকে লক্ষ্মীপুর আশ্রয়ন প্রকল্পের সভাপতি দুদু গাজী ও সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী জানান, সাংবাদিক নামধারী কৌশিক ও তার সহযোগী ফরহাদ অনেক দিন থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত। তাদেরকে হাতেনাতে ধরার জন্যে আমরা চেষ্টা করেছি, অবশেষ গতকাল স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করলে তারা মোটরসাইকেল ও একটি হ্যান্ডব্যাগ রেখে পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, কৌশিক এর আগে মোটরসাইকেল চুরির অভিযোগে মডেল থানা পুলিশের মামলায় জেল খেটেছেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলা চলমান রয়েছে।