মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০২:০৪

বিএনপিতে কোনো সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং মাদক কারবারীদের স্থান নেই : অধ্যক্ষ সেলিম ভূইয়া

তাপস চন্দ্র সরকার
বিএনপিতে কোনো সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং মাদক কারবারীদের স্থান নেই : অধ্যক্ষ  সেলিম ভূইয়া

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং মাদক কারবারীদের স্থান নেই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক চলতে হবে। অনেকে বিএনপি এবং বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে তাদেরকে ধরে পুলিশে দিতে হবে।

রোববার (২৩ মার্চ ২০২৫) সকালে কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবি এবং সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সাংগঠনিক সভা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপি (কুমিল্লা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির সদস্য, সাবেক পিপি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আ.হ.ম. তাইফুর আলম, মো. জামাল খন্দকার, সদস্য ডা. নজরুল ইসলাম শাহীন, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. মোস্তফা জামান ও বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যৌথভাবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. জসিম উদ্দিন জসিম এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান এবং সার্বিক তত্বাবধান ও পরিচালনায় ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন।

সভায় উপস্থিত ছিলেন দুই উপজেলার নয় ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়