প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯
ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সভা
কৌশিককে সংগঠন থেকে আজীবন বহিষ্কার
![ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সভা](/assets/news_photos/2025/02/08/image-58756-1739030447bdjournal.jpg)
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) সকালে ক্যাফে কর্নারের চতুর্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এমএ লতিফ।
সংগঠনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন মিজি, সহ-সভাপতি এসএম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুর রহমান গাজী, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ বাদশা ভূঁইয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক, সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম) ও মোঃ সাইফুল আজম।
সভায় সংগঠনের চলমান কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য ও মতামত প্রকাশ করেন কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
সভার শুরুতে ’৫২- এর ভাষা আন্দোলন, ’৭১- এর মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব ও বিভিন্ন সময়ে নিহত সাংবাদিকদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুর রহমান গাজী।
সভায় আলোচ্য বিষয় ছিল: বিগত সভার কার্যবিবরণী পাঠ, সদস্য অন্তর্ভুক্তি ও বিয়োজন, ফ্যামিলি ডে, ইফতার মাহফিল, ঈদ বাজার ও বিবিধ বিষয়। এছাড়া সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জুলাই বিপ্লবে ছাত্রদের বিরুদ্ধে পেশাজীবীদের মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনের ৩ সদস্যকে সতর্ক করা হয় এবং নিন্দা প্রস্তাব আনা হয়। এছাড়া সংগঠনের সদস্য ফাহিম শাহরিন কৌশিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে সংগঠন থেকে আজীবনের বহিষ্কার করা হয়।