সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে কবরস্থানের দেয়াল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

ফরিদগঞ্জে কবরস্থানের দেয়াল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে কবরস্থানের দেয়াল নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের ফরিদগঞ্জ, চাঁদপুর, হাজীগঞ্জ ও কুমিল্লার হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি শনিবার (২৯ অক্টোবর) উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ঠাকুর বাড়িতে ঘটেছে। কবরস্থানে এই জায়গা নিয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা গেছে। ‘৯৯৯’-এর ফোনে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের লোকজনকে ধাওয়া দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

সংঘর্ষে মৃত ইমাম হোসেনের ছেলে সিরাজ মিয়া গংয়ের আহতরা হলেন : জাহানারা বেগম, আমিন মিয়া, মমিন মিয়া, রুবেল হোসেন ও খুকি বেগম। তাদেরকে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিপক্ষ মৃত জালাল উদ্দিনের ছেলে আবুল কালাম গংয়ের আহতরা হলেন : নাজমুল হোসেন, আনোয়ার হোসেন, মনির হোসেন, আবু জাফর, মহসিন ও আবুল কালাম। তাদের কেউ হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে এবং দুজনকে কুমিল্লা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিরাজ মিয়া গং বলেন, আমরা তাদের আগে এ ঠাকুর বাড়িতে এসেছি। কবরস্থানের দুই দাগে ১৬ শতাংশ জায়গা নিয়ে কোর্টে রেকর্ড সংশোধনী মামলা চলমান। ফলে আদালতের নিষেধাজ্ঞা চলমান। কিন্তু প্রতিপক্ষ আবুল কালাম গং ভাড়াটিয়া লোকজন এনে জোরপূর্বক আমাদের পুরাতন দেয়াল ভেঙ্গে সেখানে নতুন ইটের দেয়াল তৈরি করায় আমরা বাধা দিই। তাদের অতর্কিত হামলায় আমাদের পরিবারের ১০ জন আহত হয়েছে।

অন্যদিকে আবুল কালাম বলেন, আমরা পূর্বের মামলায় রায় পেয়ে কাজ শুরু করেছি। কিন্তু তারা ফনিসাইর এলাকা থেকে ভাড়াটিয়া লোকজন এনে পুলিশ খবর দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের একাধিক লোককে মেরে হাসপাতালে পাঠিয়েছে।

ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর ও নয়ন হোসেন বলেন, ‘৯৯৯’ জরুরি সেবা থেকে ও পরবর্তীতে মারামারির সংবাদ পেয়ে পুলিশের দুটি টিম সকাল থেকে সেখানে অবস্থান করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়