প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০০:০০
কোস্টগার্ডের অভিযানে এক হাজার কেজি মা ইলিশ জব্দ
মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকা থেকে ১ হাজার কেজি মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য নিশ্চিত করে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে ২৩ অক্টোবর রোববার মধ্যরাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিএম তানজীমুল ইসলামের নেতৃত্বে আমিরাবাদ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৩টি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে আনুমানিক ১০০০ কেজি ইলিশ জব্দ করা হয়। অভিযানের সময় চাঁদপুর সদর সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন উপস্থিত ছিলেন।
|আরো খবর
তিনি আরও বলেন, পরবর্তীতে সহকারী মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডারের উপস্থিতিতে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।