প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ২২:২৭
নৌ পুলিশের উপর হামলার ঘটনায় ৩০ জন কে নামীয় আসামী করে মামলা
বেআইনি জনতাবদ্ধ দেশীয় অস্ত্র-সস্ত্রসহ সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান ও আক্রমণ করে পুলিশের উপর হামলা ও জখম করার অপরাধে হানারচর ইউপি সদস্য বাশার দর্জিসহ ৩০ জনকে নামীয় আসামী এবং অজ্ঞাতনামা ৪০ জনসহ মোট ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চাঁদপুর হরিনা নৌ পুলিশের এস আই বাবুল বালা । গত ১৮ অক্টোবর চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। যার নং-৬০।
|আরো খবর
এ ঘটনায় আহত দেখানো হয়েছে ফাঁড়ির এস আই বাবুল বালাসহ অন্যান্য পুলিশ সদস্য যথাক্রমে সৈয়দ ফারুকুল ইসলাম, জোবায়ের হোসেন, মিজানুর রহমান ও কামাল উদ্দিন। এরা সকলে চাঁদপুরের হরিনা নৌ-পুলিশ ফাঁড়িতে কর্মরত।
জানাযায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে কয়েকজন জেলে মেঘনা নদীর পশ্চিম দিক থেকে ইঞ্জিন চালিত স্টীলের ট্রলার যোগে ইলিশ মাছ নিয়া বহরিয়ার দিকে যাচ্ছিলো। দুপুর সোয়া ২টার সময় হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে স্পীডবোট যোগে ট্রলারটির পিছু ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ১ বস্তা ইলিশ মাছ নদীতে ফেলে দিয়ে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে - সোলেমান দর্জি (৪০) ও শফিক হাওলাদর (৩২)। পরে তাদেরকে আটক করে হরিনা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসার সময় হরিনাঘাটের শাহীনের চায়ের দোকানের সামনে থেকে মামলার এজাহারে উল্লেখিত আসামীরাসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন লোক আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর দেশীয় অস্ত্র সস্ত নিয়ে অতর্কিত ভাবে হামলা করে।
এতে বেশ কিছু পুলিশ সদস্য ও আহত হয়। এসময় জানমাল রক্ষার্থে ১ রাউন্ড রাবার বুলেট ফাঁকা ছোঁড়ে এবং ঘটনাস্থল থেকে মো. সোহাগ খাঁন (২৪) কে আটক করে।