বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ১৬:৫৭

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ জন আটক

মিজানুর রহমান
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ জন আটক

চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে নদীতে যাচ্ছে জেলেরা। নদীর পাড়ের প্রায় সব ঘাট থেকে ৪/৫ জন করে জেলে প্রশাসনে চোখ ফাঁকি দিয়ে ইলিশ ধরছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।৪টা এক হালি ইলিশ ২৪'শ ২৫'শ টাকায় বিক্রি হচ্ছে নিধন করা মা ইলিশ। মতলব থেকে শুরু করে মেঘনার চরভৈরবী পর্যন্ত এবং পদ্মা নদীর চাঁদপুর ও শরিয়তপুর সীমানা এলাকার কাচিকাটা,চিড়ার চরে সন্ধ্যার পর থেকে অসংখ্য জেলে রাতভর মাছ ধরছে বলে নৌযান শ্রমিক সূত্র জানায়।

মা ইলিশ ধরার অপরাধে ২০ জেলেকে গ্রেফতার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর নৌ থানায় গ্রেফতারকৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত জেলেরা হলেন-রিপন বন্দুকশী (২০), আরিফ খান (২০), আল-আমিন বন্দকশী (২১), জাকির বেপারী (২০), খোরশেদ গাজী (২০), লোকমান মিজি (২১), আব্দুর রব শেখ (৪৫), মিন্টু হাওলাদার (৪০), দুলাল গাজী (৭০), আব্দুল হাকিম শেখ (৩৫), খোরশেদ শেখ (৩২), শরীফ সৈয়াল (২৫)।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকার মেঘনা মোহনাসহ আশপাশের এলাকা থেকে ২০জন জেলেকে ইলিশ নিধনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১২জনকে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী ৮ জনকে চৌদ্দ দিনের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়