বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৭

গ্রেফতার এড়াতে ছুটি না নিয়ে মাদ্রাসায় অনপুস্থিত শিক্ষক!

কামরুজ্জামান টুটুল
গ্রেফতার এড়াতে ছুটি না নিয়ে মাদ্রাসায় অনপুস্থিত শিক্ষক!

গ্রেফতার এড়াতে ছুটি না নিয়ে প্রায় ১০ দিন মাদ্রাসায় অনপুস্থিত রয়েছেন শিক্ষক আবদুর রহমান প্রকাশ হুমায়ুন। সম্পত্তিগত একটি মামলা জটিলটায় উক্ত শিক্ষক পলাতক রয়েছেন। আবদুর রহমান হাজীগঞ্জ উপেজলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর মকবুল আহেমদ ইসলাইমিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার এমপিওভুক্ত ক্বারী শিক্ষক।

খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত ইদ্রিস মাস্টারের ছেলে আবদুর রহমান ও জাকির হোসেন। বাড়িতে সম্পত্তিগত বিরোধে ২৭ আগস্ট দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। এ সময় আঃ রহমান তার ভাই ব্যবসায়ী জাকির হোসেনকে হত্যার উদ্দেশে হামলা করে মারাত্মক আহত করে। এতে করে জাকির হোসেন আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে বেশ ক’দিন চিকিৎসাধীন ছিলেন। এ তথ্য জাকির হোসেনের। এর পরেই জাকির হোসেন বাদী হয়ে আঃ রহমানকে আসামী করে চাঁদপুর আদালতে মামলা করেন। আদালতের অনুমোদনক্রমে মামলাটি হাজীগঞ্জ থানায় নথিভুক্ত হয় গত ৮ সেপ্টেম্বর। মূলত এর পর থেকে আবদুর রহমান পলাতক রয়েছে। মূলত এ কারণে আঃ রহমান তার কর্মক্ষেত্রে অনুপুস্থিত রয়েছেন।

এ বিষয়ে জানতে আবদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোনের নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে আবদুর রহমানের মাদ্রাসার সুপার মাওলানা নূরউদ্দিন জানান, গত ৮/১০ দিন ধরে আঃ রহমান মাদ্রাসায় ছুটি না নিয়ে অনুপুস্থিত রয়েছেন। আমি উনাকে বেশ ক’বার ফোন দিয়েছি। উনি ফোন ধরেন না। এখন আমি বিষয়টি নিয়ে অফিসে স্যারদের সাথে কথা বলে ব্যবস্থা নেবো।

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ছুটি না নিয়ে মাদ্রাসায় অনুপুস্থিত থাকলে তার বিরুদ্ধে আমারা শোকজ করবো। আর গভর্নিং বডি সাময়িক বহিস্কার করার ক্ষমতা রাখে। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা প্রভাকর জানান, তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে আর আসামী ধরার জন্যে আমাদের কাজ চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়