প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ১৯:৩০
মতলবে ভ্রাম্যমাণ আদালতে বিক্রেতাকে জরিমানা

মতলব দক্ষিণ উপজেলার সদর বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
|আরো খবর
আজ ২২ আগস্ট সোমবার দুপুরে অভিযান পরিচালনাকালে লাইসেন্স ব্যতীত পশুখাদ্য বিক্রয় এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া গবাদিপশুর এন্টিবায়োটিক ওষুধ বিক্রির অভিযোগে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইনে দুইজন বিক্রেতাকে ৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এছাড়া বাজারে মাংসের দোকানগুলোতে মাংসের মান নিয়ন্ত্রণ হচ্ছে কিনা তা যাচাই করা হয়। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মাদ জাকির হুসাইন ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।