রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ মে ২০২২, ০০:৪৯

আলিমপাড়ায় প্রবাসীর বাসায় চুরি, স্বর্নালংকার ও নগদ টাকা লুট

স্টাফ রিপোর্টার
আলিমপাড়ায় প্রবাসীর বাসায় চুরি, স্বর্নালংকার ও নগদ টাকা লুট

চাঁদপুর শহরের নতুন আলিমপাড়া প্রতাপসাহা সড়কের পাটওয়ারী কটেজের বাসায় তালা ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুর আনুমানিক আড়াইটার সময় ফিরোজ খানের পঞ্চম তলার বাসার দরজার তালা ভেঙ্গে ২ ভরি স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়া বলে জানা গেছে।

ওই বাসার বাসিন্দা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সাহেলা আক্তার জানান, আমি দুপুর দেড়টায় বাসায় তালা লাগিয়ে বাহিরে বের হই। বিকাল ৩টা ৪০ মিনিটের সময় আমার ভাই বাসায় গিয়ে দেখেন বাসার তালা ভাঙ্গা ও রুমের ভিতরে আসবাবপত্র এলোমেলো ভাবে পড়ে রয়েছে। আমাদের রুমে থাকা ২ ভরি স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে নিশ্চিত হই। পরে চুরির ঘটনাটি চাঁদপুর সদর মডেল থানা পুলিশে জানানো হলে এসআই ছালেউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ওসি তদন্ত সুজন কান্তি বড়ুয়া বলেন, ইতিমধ্যে আমরা ৩ টা গ্রুপ কে ধরেছি, আবার নতুন একটা চোরের গ্রুপ নেমেছে। তবে খুব শিগগিরই তাদেরকেও ধরা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়