প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:১৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উম্মুল কুইন বিএনপির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
উম্মুল কুইন বিএনপি অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতে উম্মুল কুইন বিএনপির উদ্যোগে ১৬ নভেম্বর একটি জমকালো অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি উম্মুল কুইন মোহাম্মদ বিন রশিদ হলে অনুষ্ঠিত হয়, যেখানে ইউএই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
|আরো খবর
উম্মুল কুইন বিএনপির সিনিয়র সদস্য জুবাইদা ফারজানা নিলু সঞ্চালনা করেন এবং উম্মুল কুইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খোকন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম এনাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মাহে আলম, উম্মুল কুইন বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমেদ রাসেল, মহিলা দলের সভাপতি শামসুন্নাহার স্বপ্না, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, অনলাইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানা, ইউএই যুবদলের সাধারণ সম্পাদক বাবু নীলরতন দাস, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন সুমন, দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু, উম্মুল কুইন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দিন, দুবাই শ্রমিক দলের সভাপতি তারিকুল ইসলাম এবং রাস আল খাইমা বিএনপির সহ-সভাপতি আহাদুজ্জামান সরকার। এছাড়াও উম্মুল কুইন বিএনপির আতাউর রহমান, ফয়েজ আহমেদ, আমিনুল ইসলাম, আব্দুল হাকিম ও রুমা আক্তার উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ গুণাবলী স্মরণ করেন। তাঁরা বলেন, "এবারের তারুণ্যের ভোট ধানের শীষের পক্ষে হোক।" স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজও অগ্রযাত্রায় রয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, জাতীয়তাবাদী দলের অগ্রদূত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করে জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করতে হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় কণ্ঠশিল্পী জাবেদ আহমেদ মাসুম এবং সামিদা চৌধুরী পপির মনমুগ্ধকর গান পরিবেশনার মাধ্যমে উপস্থিতদের মনোরঞ্জন করেন। এতে আমিরাতে বসবাসরত সব শ্রেণী ও পেশার মানুষ আনন্দে মেতে ওঠেন।
ডিসিকে/এমজেডএইচ








