প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৭
রাশিয়াকে যুদ্ধে জড়াতে চায় আমেরিকা: পুতিন
ইউক্রেন পরিস্থিতি নিয়ে এই প্রথম তার খোলামেলা বক্তব্যে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
|আরো খবর
তার অভিযোগ, রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইছে যুক্তরাষ্ট্র।খবর নিউইয়র্ক টাইমসের।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমেরিকার মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধের অজুহাতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা।
পুতিন বলেন, ইউরোপে ন্যাটো জোট নিয়ে রাশিয়ার যেসব উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্র সেগুলোকে পাত্তাই দিচ্ছে না।পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ বন্ধসহ নিরাপত্তার যেসব গ্যারান্টি রাশিয়া চাইছিল, যুক্তরাষ্ট্র তা অগ্রাহ্য করেছে।
মঙ্গলবার মস্কো সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সাথে এক বৈঠকের পর ভ্লাদিমির পুতিন বলেন: "আমার মনে হচ্ছেনা যে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আমেরিকার আদৌ কোনো চিন্তা রয়েছে...তাদের মূল লক্ষ্যই হচ্ছে রাশিয়ার অগ্রগতিকে থামিয়ে দেওয়া। সেই লক্ষ্য অর্জনে আমেরিকা ইউক্রেনকে ব্যবহার করছে।"
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মঙ্গলবার টুইট বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি সামরিক সংঘাত বন্ধ করার চেষ্টা করছে যা থেকে কারোরই কোনো স্বার্থ উদ্ধার হবে না।
আমেরিকার এবং ন্যাটো সামরিক জোটের সদস্যরা বলছে রাশিয়া ইউক্রেনে সামরিক হামলার পরিকল্পনা করছে, যে অভিযোগ অবশ্য রাশিয়া বার বার অস্বীকার করেছে।
বিশ্বের সর্ববৃহৎ পারমানবিক অস্ত্রধারী দুই দেশ - রাশিয়া ও আমেরিকার মধ্যে বৈরিতার ইতিহাস বহুদিনের।
১৯৪৭- ১৯৮৯ পর্যন্ত শীতল যুদ্ধকালীন সময়ে রাশিয়ার পর সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধান অংশ ছিল ইউক্রেন।