প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫
বেদেপল্লীতে 'স্কলার'-এর শীতকালীন উষ্ণতা: দেড় শতাধিক দরিদ্র পেলেন বিনামূল্যে চিকিৎসা

চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বেদেপল্লীতে দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজন করেছে বিনামূল্যে শীতকালীন মেডিকেল ক্যাম্প।
|আরো খবর
স্লোগানে ক্যাম্পটি অনুষ্ঠিত হয় স্থানীয় ওমর বিন আব্দুল্লাহ জাবের নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।
শনিবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা (কোভিড-১৯)
সংক্রান্ত প্রাথমিক লক্ষণ যাচাই ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি জ্বর-সর্দি, কাশি, ডায়রিয়া, পেটের ব্যথা, ব্লাড প্রেসার,
ডায়াবেটিসসহ সাধারণ ও জটিল রোগের চিকিৎসা প্রদান করেন দুইজন অভিজ্ঞ এমবিবিএস ও এফসিপিএস জেনারেল ফিজিশিয়ান এবং দুইজন নার্স। মাদ্রাসার দরিদ্র ছাত্র-ছাত্রীসহ প্রায় ১৫০ জন এই সেবা গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্যোগটির প্রশংসা করে বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এমন সেবামূলক উদ্যোগ
সবসময়ই অনুকরণীয় এবং ভবিষ্যতেও স্থানীয়দের সহযোগিতায় পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি এবং পরিচালনা করেন প্রধান নির্বাহী পরিচালক। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও যুব স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এমন মানবিক সেবা কার্যক্রম
অব্যাহত থাকবে।
ডিসিকে /এমজেডএইচ








