প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২১:১৪
ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো দুঃস্থ-দরিদ্র মানুষ

সামাজিক দায়িত্ব ও মানবিক সহায়তার অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামের আরাধনা একাডেমিতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অনন্যা যুব নারী কল্যাণ সংঘ। রোববার (১২ অক্টোবর ২০২৫) অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকগণ এ ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
|আরো খবর
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় এবং আশপাশের এলাকা হতে আগত সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন মা ও শিশু, মেডিসিন, ডায়াবেটিস, বক্ষব্যাধি রোগে অভিজ্ঞ ডা. মো. কামরুল হাসান বিসিএস (স্বাস্থ্য) এবং পরিপাকতন্ত্র, লিভার, বাতব্যথা ও হৃদরোগে অভিজ্ঞ ডা. মো. ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয়রা।
নিজ এলাকায় বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পেরে দিনমজুর আলমগীর হোসেন, মাজুদা বেগমসহ আরো অনেকের মাঝে সন্তোষ ও স্বস্তি দেখা যায়। তারা অনন্যা যুব নারী কল্যাণ সংঘের এই মহৎ উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনন্যা যুব নারীকল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার বলেন, আমরা সমাজের পিছিয়েপড়া ও সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে থাকি। প্রতিবছরই আমাদের সংগঠনের উদ্যোগে নারীদের স্বাবলম্বী করতে নানা প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করে থাকি। তারই অংশ হিসেবে আজকের এ আয়োজন। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ লেখক ফোরামের দপ্তর সম্পাদক টিটু হোসেন, অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক মেহরাজ হাসান সৌরভ, স্বেচ্ছাসেবী মো. রুবেল হোসেন, মো. রাকিবুল ইসলাম, নাফিসা সুলতানা মুমু, মো. ফাহাদ হোসেন, সোহাইবুল আলম তুহিন, নুসরাত আক্তার প্রমুখ।