সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৪

বার্ষিক পুরস্কার বিতরণ ও হেমন্ত উৎসবে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা

চাঁদপুর মেডিকেল কলেজের ফলাফল অনেক কলেজ থেকে ভালো

-------------------প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডা. জামাল সালেহ উদ্দিন

রবিউল হাসান
চাঁদপুর মেডিকেল কলেজের ফলাফল  অনেক কলেজ থেকে ভালো

চিকিৎসা সেবায় নিয়োজিত একঝাঁক চিকিৎসক ও মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিলো চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে অবস্থিত পুরানবাজার ডিগ্রি কলেজ ক্যাম্পাস। চাঁদপুর মেডিকেল কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও হেমন্ত উৎসবকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলা ঘটে সেখানে। অপরূপ সৌন্দর্যে গড়ে ওঠা পুরানবাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় এই নান্দনিক অনুষ্ঠান। শনিবার (১৬ নভেম্বর ২০২৪) কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক (গাইনী এবং অবস্) ডা. সাহেলা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডা. জামাল সালেহ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমার চাঁদপুর মেডিকেল কলেজ অন্যান্য মেডিকেল কলেজের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ফলাফলের দিক দিয়ে অনেক মেডিকেল কলেজ থেকে ভালো। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কলেজটি, যা আমার জন্যে আত্মশ্লাঘার বিষয়।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. হারুন অর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিকভাবে প্রফুল্ল রাখে। আমি থাকাকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করতে পারলেও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করতে পারিনি। বর্তমান অধ্যক্ষ মহোদয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করেন, যার ফলাফল হলো আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও হেমন্ত উৎসব উদযাপন।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা মেধা বিকাশের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের এই সংস্কৃতি চর্চা অব্যাহত থাকবে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সহযোগী অধ্যাপক (জেনারেল সার্জারি) উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই প্রথমবারের মতো বার্ষিক ম্যাগাজিন 'মোহনা'র মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, সাবেক মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেল আহমেদ ও পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. শোয়ায়েব।

অনুষ্ঠানে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, কনসালটেন্ট, লেকচারার, মেডিকেল অফিসার, ইন্টার্ন চিকিৎসক এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী তাসনিম তাবাসসুম আদিবা, জাহিন নানজিবা প্রমা, তাহসিন রহমান, আরদিন জাহান মিতুয়া, সিয়াম আহম্মেদ, ওয়াসিয়া ফারিশতা খান, সৌরভ হাসান ও সাইফুল ইসলাম কায়েম পর্যায়ক্রমে অনুষ্ঠান সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মুস্তাকিম, গীতা পাঠ করেন তৃষ্ণা রায়, ত্রিপিটক পাঠ করেন কৃতিত্ব চাকমা। মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন চাঁমেকের ইসলামী ক্যালচারাল ক্লাব। নাটক, নাচ, গান ও কবিতা আবৃত্তি করেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়