প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ২০:৪১
সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ (এসওএসবি) চাঁদপুর জোন-এর ইফতার মাহফিল
চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধ হওয়ার কোনো কারণ দেখছি না : অধ্যাপক ডা. ফিরোজ কাদের

সার্জারি ডাক্তারদের সংগঠন 'সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশ' (এসওএসবি), চাঁদপুর জোন-এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (২২ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের রেডচিলি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এসওএসবি কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ কাদের। তিনি তাঁর বক্তব্যে চাঁদপুরে তাঁর প্রাথমিক শিক্ষাজীবনসহ শৈশবকালীন স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, চাঁদপুরের প্রতি আমার আবেগ, ভালোবাসাটা ভিন্ন রকমের। এই শহরে আমার প্রাথমিক শিক্ষাজীবন ছিল। আজকে আমার কয়েকজন সহপাঠী বাল্যবন্ধুকে দেখতে পাচ্ছি। সে জন্যে আমি অনেকটা আবেগাপ্লুত। তিনি চাঁদপুর মেডিকেল কলেজ প্রসংগে বলেন, এই মেডিকেল কলেজের বর্তমান অবস্থা, পড়াশোনার মান এবং স্থায়ী ক্যাম্পাসের জন্যে জমি অধিগ্রহণ কাজ শেষ পর্যায়ে, এই সবকিছু বিবেচনায় আমি বলবো, চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধ হওয়ার কোনো কারণ দেখছি না। এর স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নসহ সরকারের ইতিবাচক দৃষ্টি যেনো এই মেডিকেল কলেজের প্রতি থাকে সে জন্যে আমি আমার জায়গা থেকে অবশ্যই যতটুকু করণীয় তা করবো। এ জন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত এই আলোচনা পর্বে সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. হাসানুর রহমান। পরিচালনা করেন চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, চাঁমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও এসওএসবি চাঁদপুর জোন-এর জোনাল অর্গানাইজিং সেক্রেটারি ডা. মো. হারুন-অর-রশিদ। বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, এসওএসবি'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ সামি হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম, চাঁদপুর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপক ডা. জামাল সালেহ উদ্দিন, অধ্যাপক ডা. সালেহ আহমদ, ডা. এমএ গফুর মিঞা, ডা. মুকিত সফিউল আলম, ড্যাব চাঁদপুর-এর সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, প্রাইভেট ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম শাহীন প্রমুখ।
উপস্থিত ছিলেন প্রাইভেট ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এসএম সহিদ উল্যাহ, ড্যাব চাঁদপুর-এর সভাপতি ডা. মো. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর
প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আবদুল আউয়াল রুবেলসহ চিকিৎসক ও সাংবাদিকবৃন্দ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে নূরানী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ কামরুল ইসলাম।