মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২১:২২

কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি

চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
অনলাইন ডেস্ক

চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে এই কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৩ মার্চ ২০২৫) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ। এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাজিয়া অঞ্জলি ও রুবায়েদ, মেডিকেল কলেজের শিক্ষার্থী আরমান, জোবায়ের আল রশিদ, সাফওয়াত সাইফ উল্লাহ, হীরা, তৌহিদুর রহমান, রবিউল হাসান, মেহেদী হাসান মিশু, চাঁদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী সাগর হোসেন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি তামিম খান, চাঁদপুরের সাধারণ জনগণের পক্ষে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বর্তমান সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে মেডিকেল শিক্ষার্থীদের হাতে ব্যানার ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ছিল। তাতে লেখা ছিলো-

স্বাস্থ্য সেবায় চায় উন্নয়ন, মেডিকেল বন্ধের কী কারণ?, বন্ধ আমরা মানবো না, চাঁমেক-এর আঙ্গিনা ছেড়ে যাবো না। মেডিকেলের মানহীনতা, নাকি সরকারের ব্যর্থতা, চাঁমেক ছিলো, চাঁমেক আছে, চাঁমেক থাকবে, চাঁদপুর মেডিকেল চলবে, শিক্ষার আলো জ্বলবে, চাঁমেক থাকবে চিরকাল loud and clear.

চাঁদপুরবাসীর পক্ষে বক্তারা বলেন, চাঁদপুর মেডিকেল কলেজের জন্যে জমি অধিগ্রহণ প্রায় শেষ হওয়ার পথে। এরপরই অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হবে। যারা এটি বন্ধের বিষয়ে কথা উঠিয়েছে, তা কোনোভাবেই সঠিক নয়। এটি চাঁদপুরসহ আশাপাশের জেলার কোটি মানুষের দাবি। খুব দ্রুত এই হাসপাতালের কাজ বাস্তবায়ন হবে।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, সম্প্রতি এই কলেজের শিক্ষা মানহীন বলা হচ্ছে। যদি এমন হয়, তাহলে মান উন্নয়নের জন্যে ব্যবস্থা নিন। মেধার ভিত্তিতে এই মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। শিক্ষার পরিবেশসহ সবকিছুর ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। আমাদের অধিকার বাস্তবায়নের জন্যে আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আর না হয় চাঁদপুরবাসীসহ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

ছবি ক্যাপশনঃ চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে রোববার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণ ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের দৃশ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়