প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ১৬:১৪
দুইদিনে হাসপাতালে পাঁচজনের মৃত্যু
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত দু'দিনে পাঁচজন মারা গেছেন। ১৮ আগস্ট দুপুর ২টা থেকে ২০ আগস্ট দুপুর ২টা পর্যন্ত এই ৪৮ ঘণ্টায় তারা মারা যান।
|আরো খবর
এদের মধ্যে একজন ছিলেন করোনা পজিটিভ। অন্যরা ছিলেন করোনা সাসপেক্টেড।
যে পাঁচজন মারা গেছেন তারা হলেন : ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালি গ্রামের লেদু মিয়া (৬০), চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ মৈশাদী গ্রামের আনোয়ারা (৮০), সফরমালী দাসাদী গ্রামের নিখিল চন্দ্র সেন (৫৫), মতলব দক্ষিণ উপজেলার আঁচলছিলা গ্রামের সাহেদা (৭০) ও কচুয়া উপজেলার কাদলা গ্রামের হোসনেয়ারা (৬৫)।
এদের মধ্যে হোসনেয়ারা ছিলেন করোনা পজিটিভ।