বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ১৪:৩০

চাঁদপুরে করোনা রেপিড অ্যান্টিজেন টেস্টের কিট এসেছে আরো ৫ হাজার

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে করোনা রেপিড অ্যান্টিজেন টেস্টের কিট এসেছে আরো ৫ হাজার

করোনাভাইরাসের উর্ধ্বগতিতে চাঁদপুর জেলায় র‌্দদ রেপিড অ্যান্টিজেন টেস্টের কিটের সংকট দেখা দেয়। এ কারনে মতলব উত্তর, ফরিদগঞ্জ, কচুয়ায় এই পদ্ধতিতে নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে আরো ৫ হাজার কিট এসেছে।বুধবার বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।

তিনি বলেন, জেলার অধিকাংশ উপজেলায় অ্যান্টিজেন টেস্টের কিট শেষ হয়ে যাওয়ায় সাময়িক সংকট ছিল। বুধবার আমরা আরো ৫ হাজার কিট হাতে পেয়েছি । এগুলো দিয়ে উপজেলায় করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালিয়ে নেয়া হবে। তবে আরটিসি-পিসিআর ল্যাবের টেস্টের জন্য নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে সারা জেলায়।

তিনি আরো বলেন, আরটি-পিসিআর টেস্টের জন্যও নমুনা বেশি হওয়ায় চাঁদপুরে প্রতিদিন শত শত নমুনা জমা পড়ে যাচ্ছে। প্রতিদিন যতজনের নমুনা সংগ্রহ করা হয় তার অর্ধেকও টেস্ট করা সম্ভব হয় না কোনো কোনো দিন। গত কয়েক দিনের অতিরিক্ত নমুনা চট্টগ্রামস্থ ল্যাবে পাঠানো হবে। সম্প্রতি কয়েক দফা নোয়াখালী ও চট্টগ্রামে বাড়তি নমুনা পাঠানো হয়।

সিভিল সার্জন জানান, চাঁদপুর জেলায় এ পর্যন্ত র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য ১১ হাজার ১১টি কিট এসেছে। নতুন করে আরো ৫ হাজার পেলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়