প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০
ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন ‘মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা’র ৫৫ বছরপূর্তি ও ‘কচি-কাঁচা দিবস’ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৮ অক্টোবর ২০২৩ ছিলো শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ক, খ, গ বিভাগে চিত্রাঙ্কন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা। ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ঘ ও ঙ বিভাগে ছিলো উপস্থিত রচনা প্রতিযোগিতা। ১৯ অক্টোবর ২০২৩ ছিলো শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ক, খ, গ, ঘ, ঙ বিভাগে আবৃত্তি ও দেশাত্মবোধক সঙ্গীতের প্রতিযোগিতা। সবচেয়ে আকর্ষণীয় ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ২৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২২টি প্রাথমিক/উচ্চ বিদ্যালয়/সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মোঃ কাওছার রসিদ, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান রেজাউল করিম ও নাজমুল আহসান খোকন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মজিবুর রহমান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুন্নাহার কাদ্রী। ব্যবস্থাপনায় ছিলেন মেলার প্রবীণ সদস্য ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল। সহযোগিতা করেন মতলব মেলার সহ-সভাপতি ফররুখ আহমেদ চৌধুরী (মিনার), প্রবীণ সদস্য ফারুক-বিন-জামান, মোঃ মোস্তফা কাদরী, দেওয়ান মোঃ সুরুজ, মোঃ মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, রিয়াদুল আলম রিয়াদ, কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা। প্রতিযোগিতা চলাকালীন পরিদর্শনে আসেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন (মহাপরিচালক (অবঃ) নায়েম, ঢাকা)।
আজ ৫ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান। সকালে মেলা প্রাঙ্গণে কচি-কাঁচার মেলার পতাকা আনুষ্ঠানিক উত্তোলন, সদস্যদের শপথগ্রহণ ও র্যালি। অপরাহ্ন ৩টায় শুরু হবে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসাবিদ, সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আজ দৈনিক চাঁদপুর কণ্ঠে বিশেষ কলেবরে প্রকাশিত হয়েছে ক্রোড়পত্র।